ভেবেছিলি
গোপন জানালা খুলে
ডেকে নিবি পদাবলী ভোর
যারা তা বুঝেছে-
কথা নির্বাসনে দিয়ে, একান্ত নশ্বর
অভিশপ্ত বাগানে পেতেছে
রুপোলি মাদুর |
শুনেছিলি
নক্ষত্রের দিকে হেঁটে গেছি |
প্রকৃত ঘটনা এই-
আলো ফোটাবার আগে
নিশ্চিত জেনেছি-
গরাদের হাত কতদূর |
চেয়েছিলি
কবিতার চিরস্রাবী ক্ষতের ধমনী
পড়ে আছে অনন্য কর্পূর |
গোপন জানালা খুলে
ডেকে নিবি পদাবলী ভোর
যারা তা বুঝেছে-
কথা নির্বাসনে দিয়ে, একান্ত নশ্বর
অভিশপ্ত বাগানে পেতেছে
রুপোলি মাদুর |
শুনেছিলি
নক্ষত্রের দিকে হেঁটে গেছি |
প্রকৃত ঘটনা এই-
আলো ফোটাবার আগে
নিশ্চিত জেনেছি-
গরাদের হাত কতদূর |
চেয়েছিলি
কবিতার চিরস্রাবী ক্ষতের ধমনী
পড়ে আছে অনন্য কর্পূর |
দারুন সুন্দর মর্মার্থ পেলাম দাদা । যতিচিহ্ন নিয়ে একটু সমস্যা হচ্ছিল ।
ReplyDelete