আকাশে নিষ্ঠুর নীল
অসহ্য রৌদ্রমালা পথে ঘাটে পাতায় পাতায়
বিষণ্ণ হাইওয়ে জুড়ে
অন্তহীন ছুটে যায় উত্তপ্ত গতির প্রহর |
সে মেয়েটি মিশে আছে গাঢ় মেঘে বিদ্যুতের ইশারার মতো,
সে মেয়েটি বসে আছে সন্ধ্যার আম্রকুঞ্জে
বৈশাখী ঝড়ের উত্সবে |সে মেয়েটি- সে মেয়েটি এখনো কি খেলা করে
নীল শাড়ি হাসিটির রহস্যবেলায় ?
নির্জন সময় গেছে দূর দেশান্তরে-সমুদ্রফেনার নীচে শ্বেতপ্রবালের মতো
অবসাদ ঘিরেছে শরীর |
দেওয়ালে নির্বাক চোখে
ধুলোপড়া ক্লান্ত ফোটোফ্রেম ;
তবু এই অবেলায়,
সেই মেয়েটির জন্য-আমার কলম থেকে
ঝরে পড়ো, ঝরে পড়ো প্রেম |
অসহ্য রৌদ্রমালা পথে ঘাটে পাতায় পাতায়
বিষণ্ণ হাইওয়ে জুড়ে
অন্তহীন ছুটে যায় উত্তপ্ত গতির প্রহর |
সে মেয়েটি মিশে আছে গাঢ় মেঘে বিদ্যুতের ইশারার মতো,
সে মেয়েটি বসে আছে সন্ধ্যার আম্রকুঞ্জে
বৈশাখী ঝড়ের উত্সবে |সে মেয়েটি- সে মেয়েটি এখনো কি খেলা করে
নীল শাড়ি হাসিটির রহস্যবেলায় ?
নির্জন সময় গেছে দূর দেশান্তরে-সমুদ্রফেনার নীচে শ্বেতপ্রবালের মতো
অবসাদ ঘিরেছে শরীর |
দেওয়ালে নির্বাক চোখে
ধুলোপড়া ক্লান্ত ফোটোফ্রেম ;
তবু এই অবেলায়,
সেই মেয়েটির জন্য-আমার কলম থেকে
ঝরে পড়ো, ঝরে পড়ো প্রেম |
No comments:
Post a Comment