উড়ে গেছে দিন
পুড়ে গেছে দিন
তোর সাথে যত ঋতু
পথ হেঁটে গেছি
বুকেতে রেখেছি
স্পর্শবাসনা-ভীতু |
নামহীন রাত
শুনেছে হঠাত্
সেতারে আকাশ বাজে
অনুরাগ ভোর
বলে গেছে তোর
নিবিড় আলোর সাজে |
রৌদ্রের রং
থাকুক বরং
আমার না জানা নিয়ে
মেঘনীল মন
বসেছে এখন
কবিতার খাতা নিয়ে |
পুড়ে গেছে দিন
তোর সাথে যত ঋতু
পথ হেঁটে গেছি
বুকেতে রেখেছি
স্পর্শবাসনা-ভীতু |
নামহীন রাত
শুনেছে হঠাত্
সেতারে আকাশ বাজে
অনুরাগ ভোর
বলে গেছে তোর
নিবিড় আলোর সাজে |
রৌদ্রের রং
থাকুক বরং
আমার না জানা নিয়ে
মেঘনীল মন
বসেছে এখন
কবিতার খাতা নিয়ে |
No comments:
Post a Comment