কোন্ অভিজ্ঞান নিয়ে দাঁড়াব তোমার সামনে বলো ;
এই যে প্রমত্ত বায়ু , আদিগন্ত বসন্তবাসনা
এই যে গোপন অশ্রু আর এই নাগরিক যাত্রার কাহিনি
এরা কি তোমার কাছে
কোনোদিনও নতজানু হবে হে ঈশ্বরী ?
তুমি তো একাকী জানো তোমার ছলনা
ভালোবাসা কত দীর্ঘ ছায়া দিতে পারে
সে কথা জানো না |
এই যে প্রমত্ত বায়ু , আদিগন্ত বসন্তবাসনা
এই যে গোপন অশ্রু আর এই নাগরিক যাত্রার কাহিনি
এরা কি তোমার কাছে
কোনোদিনও নতজানু হবে হে ঈশ্বরী ?
তুমি তো একাকী জানো তোমার ছলনা
ভালোবাসা কত দীর্ঘ ছায়া দিতে পারে
সে কথা জানো না |
No comments:
Post a Comment