Monday, 18 March 2013

ভুল ঠিকানার গান

একটি ছায়া অশথ পেতেছিল
দুটি মানুষ সেখানে পাশাপাশি
তিনটি কথা মনেতে ঘুরপাক
অথচ শেষে মৃদু গলায় 'আসি'

নদীটি চলে আঙুলে জল-আলো
স্পর্শ তুমি কেন যে এত একা
মুখর হাওয়া ঝরিয়েছিল পাতা
তীব্র কথা রোদের মুখে লেখা

সেই কথায় ছন্দ অবিরত
চেয়েছে ছুঁতে দ্বৈত গানগুলি
অথচ সুর পায়নি খুঁজে তাকে
পটের বুকে হারানো রঙতুলি

এ কাহিনির একই রকম চলা
রোদে ছায়ায় অশথ চেয়ে থাকে
নদীটি জানে এই তো ভালোবাসা
ঠিকানা ভুল, তবুও লিখে রাখে |

No comments:

Post a Comment