Monday, 18 March 2013

মালবিকা তোমাকে চিনিনা

বিস্মৃতির জন্মদিনে 
অতলের গান লেখা থাকে |
পুরোনো আমাকে
মনে পড়ানোর ঘরে 
খুঁজে পেলে দৃষ্টির সীমানা
এতদিন জানা পথগুলো 
চলে গেছে প্রণম্য তিমিরে
ওষ্ঠের গভীরে
হয়তো বা একদিন
রাখা ছিল লবঙ্গের ঘ্রাণ
শরীর বাগান
যত ফুল রেখেছিল
চাঁদের আকাশে
সে তোমার পাশে
ফিরবে না আর কোনোদিন
আমাকে রঙিন করে
কুহুরাত্রে বেজেছিলে কিনা
চিহ্নহীন বয়ে যাচ্ছি
মালবিকা, তোমাকে চিনি না |

No comments:

Post a Comment