Monday, 11 March 2013

স্বরলিপি তুমি

ঘুরে ঘুরে আসে প্রহরের সাদা ঘোড়া
শ্বদন্ত মুখে লেখা রক্তের স্বাদ
কলমিলতার বেড়ে ওঠা গল্পের
লাইনে লাইনে অবিনশ্বর ছাঁদ |

ঈশ্বর মানে যা পাইনি তার খোঁজ
চড়ুই তোমার ঘুলঘুলি সংসার
হলুদ রোদের চাদর পেতেছে মাঠ
সাঁঝের ফেরিতে অগণ্য পারাপার |

ভোরের দেহাতি সুরটি কোথায় পাবো
চোরা শিকারীর সতর্ক পথ একা
রঙে রঙে যত ছেয়ে যাক্ গ্রামকথা
কোনো কৌপীন শুদ্ধে হয় নি দেখা |

হাজার কথার স্রোতে আমি বানভাসি
মোহানা বলেছে শুরুর গানটি শেখো
পাথুরে ফুলের মায়ার ছবিটি দেখি
ঈশ্বর তুমি স্বরলিপি লিখে রেখো |

No comments:

Post a Comment