আর কত ফুল নেবো ?
মুঠোতে ধরেছি যত
সেসব কি ফুল
নাকি ধুলোট সময় ;
হে মানুষ, আমাকে বোঝাও |
তোমাদের কক্ষপথে
আর কতো
নাকাল ঘোরাবে
মুঠো যদি
বন্ধ রাখি
যদি কিছুতেই না দেখাই
ফুল নাকি ধুলো
ধুলো নাকি ফুল
খুঁজে দেখো |
পৃথিবীর
ঝিম ধরা পথে
কোথাও বা ফুল
কোথাও বা ধুলো
পড়ে থাকে
কুড়িয়ে নিয়েছি, আর
মুঠোভর্তি জীবন দেখেছি
আমার অঞ্জলি কই
হে ঈশ্বর , মাতৃগর্ভে
মুষ্টিবদ্ধ আছি |
ধুলো নিয়ে, ফুল নিয়ে
পৃথিবীর খুব কাছাকাছি |
মুঠোতে ধরেছি যত
সেসব কি ফুল
নাকি ধুলোট সময় ;
হে মানুষ, আমাকে বোঝাও |
তোমাদের কক্ষপথে
আর কতো
নাকাল ঘোরাবে
মুঠো যদি
বন্ধ রাখি
যদি কিছুতেই না দেখাই
ফুল নাকি ধুলো
ধুলো নাকি ফুল
খুঁজে দেখো |
পৃথিবীর
ঝিম ধরা পথে
কোথাও বা ফুল
কোথাও বা ধুলো
পড়ে থাকে
কুড়িয়ে নিয়েছি, আর
মুঠোভর্তি জীবন দেখেছি
আমার অঞ্জলি কই
হে ঈশ্বর , মাতৃগর্ভে
মুষ্টিবদ্ধ আছি |
ধুলো নিয়ে, ফুল নিয়ে
পৃথিবীর খুব কাছাকাছি |
No comments:
Post a Comment