ওখানে বিশুদ্ধ ঝর্ণা আছে
তোমাকে ঝর্ণার দিকে একদিন ঠিক নিয়ে যাব
তোমারও তো ঝর্ণাকে
একা একা বলবার
কতকিছু আছে হে যুবতী
কল্ কল্ ঝর্ণাশব্দ
বিষাদকে নিহিত বানায়
মুক্তোদানা জল
ঢেকে রাখে অশ্রুর প্রহর
এইসব আমি জানি
ঝর্ণাটির সংগোপনে থেকে
একদিন তোমাকে জানাব
হে রমণী, পান্থনিবাসের কথা
কখনো কি ইতিহাসে
পেয়েছিলে তুমি ?
যে ঝর্ণ আমাকে ডাকে
তুমিই তো তার প্রান্তভূমি |
তোমাকে ঝর্ণার দিকে একদিন ঠিক নিয়ে যাব
তোমারও তো ঝর্ণাকে
একা একা বলবার
কতকিছু আছে হে যুবতী
কল্ কল্ ঝর্ণাশব্দ
বিষাদকে নিহিত বানায়
মুক্তোদানা জল
ঢেকে রাখে অশ্রুর প্রহর
এইসব আমি জানি
ঝর্ণাটির সংগোপনে থেকে
একদিন তোমাকে জানাব
হে রমণী, পান্থনিবাসের কথা
কখনো কি ইতিহাসে
পেয়েছিলে তুমি ?
যে ঝর্ণ আমাকে ডাকে
তুমিই তো তার প্রান্তভূমি |
No comments:
Post a Comment