Monday, 11 March 2013

ঝর্ণার দিকে

ওখানে বিশুদ্ধ ঝর্ণা আছে 
তোমাকে ঝর্ণার দিকে একদিন ঠিক নিয়ে যাব 
তোমারও তো ঝর্ণাকে 
একা একা বলবার
কতকিছু আছে হে যুবতী
কল্ কল্ ঝর্ণাশব্দ 
বিষাদকে নিহিত বানায়
মুক্তোদানা জল
ঢেকে রাখে অশ্রুর প্রহর
এইসব আমি জানি
ঝর্ণাটির সংগোপনে থেকে
একদিন তোমাকে জানাব
হে রমণী, পান্থনিবাসের কথা
কখনো কি ইতিহাসে
পেয়েছিলে তুমি ?
যে ঝর্ণ আমাকে ডাকে
তুমিই তো তার প্রান্তভূমি |

No comments:

Post a Comment