ঘুরে দেখছি
নিতান্তই তুমি....
একবার দুবার তিনবারেও
কাজললতাটি অনুসারী...
ধূসর সংবাদ থেকে ঝরে পড়ে
আশ্রমিক ধুলো
হে মানুষ, তুলে নাও ধবল চৌকাঠ আমি
হামাগুড়ি দিয়ে শিশুকাল
কি ফানুস বোকারঙ
আকাশের কিনারে টাঙানো
আমরা দিগন্ত বলি....
থেমে যাচ্ছে বিচিত্র ইথারে
অনিকেত বাইনারি ফাংশন
গণিত বোঝো না...
আয়, নিরুপায় ধর্মকথা শোন্.....
নিতান্তই তুমি....
একবার দুবার তিনবারেও
কাজললতাটি অনুসারী...
ধূসর সংবাদ থেকে ঝরে পড়ে
আশ্রমিক ধুলো
হে মানুষ, তুলে নাও ধবল চৌকাঠ আমি
হামাগুড়ি দিয়ে শিশুকাল
কি ফানুস বোকারঙ
আকাশের কিনারে টাঙানো
আমরা দিগন্ত বলি....
থেমে যাচ্ছে বিচিত্র ইথারে
অনিকেত বাইনারি ফাংশন
গণিত বোঝো না...
আয়, নিরুপায় ধর্মকথা শোন্.....
No comments:
Post a Comment