Monday, 11 March 2013

আমি ও আমার অসমাপ্ত গল্পগুলি

অনন্ত কাকে বলে জানো ?
বাহুতে জড়ানো 
এই মায়াবী শস্যের ক্ষেত , সবুজে সুনীল
অন্তহীন হয়ে ওঠে 
কখনো কখনো |
আমি হাতে তুলে নিই 
কুড়ি লক্ষ বছরের পুরাতন মানুষকথাটি
প্রাক্ ইতিহাসে ঘাঁটি
আগুন ও জলের ভূমিকা ;
তবু অনামিকা এই-
অনন্তের গল্প বলে চলে |
তারাগুলি অবিকল্প জ্বলে
একদিন নিভে যাবে জেনে
সীমাকে না মেনে
মানুষের গান তবু
থামে না তো পথের দুপাশে
তাই ঘাসে ঘাসে এখনো উত্সব জাগে
রমণীয় পদস্পর্শ পেলে |
বিভোর বিকেলে
অবিনাশ দেখে ফেলি
সুন্দরের মোহন অঙ্গুলি ;
আমাকে নিবিড়ে বাঁধে
চিরদিন অসমাপ্ত এই গল্পগুলি |

No comments:

Post a Comment