এই যে শব্দ গুচ্ছে গুচ্ছে
কখনো পড়ছে কখনো উঠছে
তাদের সঙ্গে চলছি |
শতেক রকম চারু বিভঙ্গে
অক্ষরলীলা অঙ্গে অঙ্গে
তার সাথে কথা বলছি |
শান্ত নদীর নিবিড় বক্ষে
ব্যস্ত জীবনে গোপন সখ্যে
শব্দ তোকেই চেয়েছি |
প্রেমে অপ্রেমে বেসুরো ছন্দে
দুঃখকে ভেঙে নব আনন্দে
তোর গানটিই গেয়েছি|
চলার এ পথ যতই ক্লান্ত
তোর অমৃত করেছি পান তো
থামার কাহিনি বুঝিনি |
যত ভয় দিক্ ঝড় ও ঝঞ্ঝা/ লিখেছি শব্দ চেয়েছে মন যা
অন্য ঘর তো খুঁজিনি |
উদাস প্রাণের সজল প্রান্তে
চেয়েছে যে মন তোকেই জানতে
জানলায় নামে গোধূলি |
আসন্ন এই বিষাদ রাত্রে
যত বিষ থাক সুনীল পাত্রে
তোকে যেন আমি না ভুলি |
কখনো পড়ছে কখনো উঠছে
তাদের সঙ্গে চলছি |
শতেক রকম চারু বিভঙ্গে
অক্ষরলীলা অঙ্গে অঙ্গে
তার সাথে কথা বলছি |
শান্ত নদীর নিবিড় বক্ষে
ব্যস্ত জীবনে গোপন সখ্যে
শব্দ তোকেই চেয়েছি |
প্রেমে অপ্রেমে বেসুরো ছন্দে
দুঃখকে ভেঙে নব আনন্দে
তোর গানটিই গেয়েছি|
চলার এ পথ যতই ক্লান্ত
তোর অমৃত করেছি পান তো
থামার কাহিনি বুঝিনি |
যত ভয় দিক্ ঝড় ও ঝঞ্ঝা/ লিখেছি শব্দ চেয়েছে মন যা
অন্য ঘর তো খুঁজিনি |
উদাস প্রাণের সজল প্রান্তে
চেয়েছে যে মন তোকেই জানতে
জানলায় নামে গোধূলি |
আসন্ন এই বিষাদ রাত্রে
যত বিষ থাক সুনীল পাত্রে
তোকে যেন আমি না ভুলি |
No comments:
Post a Comment