Monday, 18 March 2013

শহরমৃগয়া

এও এক পথ তো বটেই
প্রভু 
শহরে ঝলসায়
নিদারুণ মুদ্রাদোষ
কলরোলে
ইনটেলিজেনসিয়া
হাইওয়ে চিরে চিরে
গ্র্যান্ড ক্যানিয়ন
চলে যাচ্ছে
ডিসকোথেকে
করোটির রক
প্রভু
আমাকে শোনাও
নাগরিক তীব্র হেডফোনে
খবরে আসতে চাইছে
পেটি কেস
স্পেস রেখে দিও
প্রভু
শকুন্তলা কার আশ্রমেতে
ফুলের নার্সারী খুলে
ছুঁয়ে দেখছে হরিণছানাটি
রাজপাট ফাইলে থাকুক
প্রভু
চলো
আহা ক্রিস্পি
শহরমৃগয়া |

No comments:

Post a Comment