এও এক পথ তো বটেই
প্রভু
শহরে ঝলসায়
নিদারুণ মুদ্রাদোষ
কলরোলে
ইনটেলিজেনসিয়া
হাইওয়ে চিরে চিরে
গ্র্যান্ড ক্যানিয়ন
চলে যাচ্ছে
ডিসকোথেকে
করোটির রক
প্রভু
আমাকে শোনাও
নাগরিক তীব্র হেডফোনে
খবরে আসতে চাইছে
পেটি কেস
স্পেস রেখে দিও
প্রভু
শকুন্তলা কার আশ্রমেতে
ফুলের নার্সারী খুলে
ছুঁয়ে দেখছে হরিণছানাটি
রাজপাট ফাইলে থাকুক
প্রভু
চলো
আহা ক্রিস্পি
শহরমৃগয়া |
প্রভু
শহরে ঝলসায়
নিদারুণ মুদ্রাদোষ
কলরোলে
ইনটেলিজেনসিয়া
হাইওয়ে চিরে চিরে
গ্র্যান্ড ক্যানিয়ন
চলে যাচ্ছে
ডিসকোথেকে
করোটির রক
প্রভু
আমাকে শোনাও
নাগরিক তীব্র হেডফোনে
খবরে আসতে চাইছে
পেটি কেস
স্পেস রেখে দিও
প্রভু
শকুন্তলা কার আশ্রমেতে
ফুলের নার্সারী খুলে
ছুঁয়ে দেখছে হরিণছানাটি
রাজপাট ফাইলে থাকুক
প্রভু
চলো
আহা ক্রিস্পি
শহরমৃগয়া |
No comments:
Post a Comment