জাতস্য হি ধ্রুব মৃত্যু- মৃত্যুর ওপারে থাকে বোধের অমৃত
তমসার পারে সেই অনির্বাণ জ্যোতি
তোমাকে ভাসিয়েছিল ,
তারই নাম বোধি |
কালান্তরে চেয়ে দেখি অনন্ত প্রসারে
সৃজনের দীপ্ত প্রহারেতোমার অমর্ত্য হূদি
বিশ্বছন্দে, মহাজীবনের সুর আনে ;
আনে চির সত্যের আভাস-
সেই বোধে ধরা পড়ে আকাশের ওপারে আকাশ |
[ বুদ্ধের অন্তিম শয্যায় প্রিয়তম শিষ্য আনন্দ প্রশ্ন করলেন-" প্রভু, এখন কে আমাদের আলো দেখাবে ?" স্মিত হাস্যে বুদ্ধ উচ্চারণ করলেন তাঁর অন্তিম বাণী-" আত্মদীপো ভব" অর্থাত্ নিজেই নিজের পথচলার দীপশিখা হও ]
তমসার পারে সেই অনির্বাণ জ্যোতি
তোমাকে ভাসিয়েছিল ,
তারই নাম বোধি |
কালান্তরে চেয়ে দেখি অনন্ত প্রসারে
সৃজনের দীপ্ত প্রহারেতোমার অমর্ত্য হূদি
বিশ্বছন্দে, মহাজীবনের সুর আনে ;
আনে চির সত্যের আভাস-
সেই বোধে ধরা পড়ে আকাশের ওপারে আকাশ |
[ বুদ্ধের অন্তিম শয্যায় প্রিয়তম শিষ্য আনন্দ প্রশ্ন করলেন-" প্রভু, এখন কে আমাদের আলো দেখাবে ?" স্মিত হাস্যে বুদ্ধ উচ্চারণ করলেন তাঁর অন্তিম বাণী-" আত্মদীপো ভব" অর্থাত্ নিজেই নিজের পথচলার দীপশিখা হও ]
No comments:
Post a Comment