জলের আকার নেই
এইকথা জেনে
তুমি তো ভেবেছো বৃষ্টি কোথায় চেহারা পাবে আজ
আমার অকাজ
এখনো বৃষ্টিকে ডাকে
মেঘেদের শাঁখে
পুণ্যধ্বনি ভেসে এলে
জলের বিকেলে
আমার তর্পণ রাখি
নদীবুকে বৃষ্টির আড়ালে
কি করে সেকথা জেনে
সপ্তলোক নেমে এলো
শিশুর হাসির মতো
আর তুমি দু-হাতে জড়ালে
নিবিড় অমৃতে লেখা
ভালোবাসা পারাপারহীন
জলের আকার নেই
তবুও সে ঘিরে রাখে
তর্পণের অবহ এ ঋণ |
এইকথা জেনে
তুমি তো ভেবেছো বৃষ্টি কোথায় চেহারা পাবে আজ
আমার অকাজ
এখনো বৃষ্টিকে ডাকে
মেঘেদের শাঁখে
পুণ্যধ্বনি ভেসে এলে
জলের বিকেলে
আমার তর্পণ রাখি
নদীবুকে বৃষ্টির আড়ালে
কি করে সেকথা জেনে
সপ্তলোক নেমে এলো
শিশুর হাসির মতো
আর তুমি দু-হাতে জড়ালে
নিবিড় অমৃতে লেখা
ভালোবাসা পারাপারহীন
জলের আকার নেই
তবুও সে ঘিরে রাখে
তর্পণের অবহ এ ঋণ |
No comments:
Post a Comment