শহীদের শয্যাভূমি ভরে আছে বাংলার শ্বাসে
বর্ণময় বঙ্গলিপি উত্কীর্ণ আকাশে আকাশে
বাংলাই ছন্দ বোনে আমার এ বিমুগ্ধ আখরে
আমার ব্যথার গানে বাংলার অশ্রুবিন্দু ঝরে
আমার বিষাদলগ্নে বাংলা পেতে দেয় তার বুক
বাংলা আমার প্রেম যত কষ্ট আমাকে মারুক
বাংলাভাষার সাথে পাড়ি দিচ্ছি জীবনসায়র
প্রতিদিন বাংলায় ডেকে যাক্ একুশের ভোর |
বর্ণময় বঙ্গলিপি উত্কীর্ণ আকাশে আকাশে
বাংলাই ছন্দ বোনে আমার এ বিমুগ্ধ আখরে
আমার ব্যথার গানে বাংলার অশ্রুবিন্দু ঝরে
আমার বিষাদলগ্নে বাংলা পেতে দেয় তার বুক
বাংলা আমার প্রেম যত কষ্ট আমাকে মারুক
বাংলাভাষার সাথে পাড়ি দিচ্ছি জীবনসায়র
প্রতিদিন বাংলায় ডেকে যাক্ একুশের ভোর |
No comments:
Post a Comment