Sunday, 24 March 2013

সাঁকো পেরোনোর গান


দেওয়ালরা ভেঙে যাচ্ছেই
তোমাকে কোথায় জানবো
আকাশে জ্বলছে নিদ্রা
ভাঙবো জটিল অভ্যাস |

কারা যে পাথর ছুঁড়ছে
প্রাক্ ইতিহাস শিকারে
অজস্র ভুল বাঁধছে
মানচিত্রের সংকেত |

সুড়ঙ্গ ঘন আঁধারে
হাতড়ে আলোর গন্ধ
অমিত্র মানে বুঝেছি
নদীর ওপারে প্রাঞ্জল |

সাঁকো পেরোলেই সন্ধে
কোন্ তারাটিকে ডাকবো
পথ মানে তবে দু-পায়ে
ক্রমাগত এই মন্দন |

তবু একবার হাতে
কুঠার গাইবে শেষ গান
সেতুবন্ধনে যুক্ত
তোর ভুলে যাওয়া উজ্জ্বল|

বাতাসে ঝড়ের উল্লাস
চাপা হুংকারে অন্ধ
সাঁকো পেরোনোর শেষ গান
কোথায় রেখেছো উত্স |

No comments:

Post a Comment