Tuesday, 12 March 2013

প্রতিসম


রেখাতে সকল বিভাজিকা
পৃথিবীর প্রথম কথিকা
লিখেছিল সূর্যের প্রণাম
লিখেছিল ' আজ আমি তোমার হ'লাম ' 
এখনো রেখাতে দেখি 
স্বদেশ কোথায় 
রেখায় রেখায় 
বুঝে নিই মনান্তর ভূমি
যতবার তুমি
সরলে বা বক্রে বয়ে যাবে 
রেখাটি দেখাবে সেই চলনের 
দোলাচল লেখ
এখনো অনেক 
রেখা আঁকা বাকি আছে
শতকের পাঞ্চজন্য শাঁখে
তুমিও তো জেনে নেবে 
প্রতিসম কোথায় যে থাকে |

No comments:

Post a Comment