Monday, 11 March 2013

যে লেখে

আবার নিজের ঘরে ফিরে আসি
এমন উদাসী সন্ধ্যার অর্চনা থেকে
উঠে আসছে
প্রাচীন অশথ -তার দীর্ঘ ছায়া
আমাকে আবৃত করে ডানা মেলছে রাত্রি সহবাসে
প্রবল আকাশে 
তোমার মুখর পংক্তি
এখন নিশ্চুপ লোকগাথা
স্নিগ্ধ কলাপাতা
যেমন ছড়িয়ে দেয় কষ্ট ভাতে
লঙ্কার সুবাস
পৃথিবী তেমন জেনে লিখে রাখি
হূদয়ের রীতি
মেঘের প্রকৃতি যেমন বর্ষণে যেতে চায়
অথবা হারায় পরিযায়ী
সেরকম যাত্রাগান
আমাকে শুনিও একতারা
আমারো সহস্র শব্দে
নিজেকেই প্রতিদিন অনিঃশেষ মারা |

No comments:

Post a Comment