Monday, 18 March 2013

লেখা

যদি কিছু নাই লিখি 
তাহলে ক্ষতি কি ?
এমন কি আদিগন্ত নীল আর 
বালুচরে স্তব্ধ রাত্রি
তারাও কি কখনো চেয়েছে অক্ষরের প্রেম ;
তবে কেন অন্ধকারে অন্ধকারে 
ক্রমাগত ঢেকে রাখি বিবর্ণ কলম
আকাশ ফুরিয়ে গেলে তোমার উদাসে
কবি তুমি দাঁড়াবে কোথায় ?

No comments:

Post a Comment