Monday, 11 March 2013

কথা ছিল

অলকে অনেক কথা ছিল
ক্রমজায়মান শান্ত আলোটির মতো
অথচ সতত
স্থির থেকে চলমান পৃথিবীকে দেখা
কিছুতে সহজ নয় |
নিরন্তর চলনের ক্ষয়
নদীকেও ডেকে নেয়
ক্ষীয়মান সীমান্তের দিকে
ভালোবাসা লিখে
বসে আছি কবে থেকে তুমিও তো জানো
নিজেকে হারানো
মরুর বিষাদে চিরকাল
অলকে অনেক কথা ছিল
পরিমাপে অসহায়
থেমে আছে নীলাভ উড়াল |

No comments:

Post a Comment