Monday, 18 March 2013

আমি এই

আমারো ইচ্ছা ছিল তোমার সাথে
গল্প করি
আমারো চাতক চাওয়া মেঘের বুকে
চুপকে চোরি|

তুমি তো এই দিওয়ানা এই তো আবার
ঝগড়ামুখো
কখনো বাতাস ভাসাও কখন দেখি
তাক বা তুকও |

কারা সব দূর মাদলে ঝড় তুলে যায়
আবোল তাবোল/ আমি সেই ছন্দ খুঁজি তোমার ঘরে
সুনীল আঁচল
তুমি তো এদিক সেদিক উলুক সুলুক
দিলজ্বালানী
কি করে ঠিক জানাবো নকল প্রেমের
আসল ভানই |

আমি তাই চুপটি থাকি হাটের মাঝে
কাব্য বেচি
তোমার ঐ রকম-সকম নতুন তো নয়
ঢের দেখেছি ;
সুতরাং লায়লা আমার তোমায় বলি
এই বেলাতে,
তুমি আর আমিই জানি জিন্দেগী যায়
এই খেলাতে |

No comments:

Post a Comment