শয়ানে আছে ধূলিসমূহের ইতিকথা
স্বাধীনতা বাতাসে এঁকেছে
উড়ে যেতে পারি এই ছবি
আসলে এ সবই
তোমার ভ্রান্তির অনুমিতি
আলুথালু স্মৃতি যেখানে সাজিয়ে রাখে
বৈশাখের অগণ্য বিষাদ
উত্তাপের স্বাদ
আমাকে একান্তে বলে
বৃন্ত-হারা নিশীথের গান
অন্ধকারে সেই অভিমান
লগ্ন থাকে আমার প্রবাসে
আমি বৃন্ত চিনে রাখি
মাটি গন্ধে ছায়াপথে শান্ত দূর্বাঘাসে |
স্বাধীনতা বাতাসে এঁকেছে
উড়ে যেতে পারি এই ছবি
আসলে এ সবই
তোমার ভ্রান্তির অনুমিতি
আলুথালু স্মৃতি যেখানে সাজিয়ে রাখে
বৈশাখের অগণ্য বিষাদ
উত্তাপের স্বাদ
আমাকে একান্তে বলে
বৃন্ত-হারা নিশীথের গান
অন্ধকারে সেই অভিমান
লগ্ন থাকে আমার প্রবাসে
আমি বৃন্ত চিনে রাখি
মাটি গন্ধে ছায়াপথে শান্ত দূর্বাঘাসে |
No comments:
Post a Comment