Wednesday, 20 March 2013

ইন্দ্রপ্রস্থ



তারপর, ভোর এসে দাঁড়ালো তোমার ঘরের সামনে | ঘর নয়, ঘর ছিল- অথবা শহরবাসী যাকে শুধু ঝুপড়ি বলে জানে | গতরাতে সব গেছে বৈশ্বানর গ্রাসে | শহরের অগ্নিমান্দ্য ছিল; তাই প্রাত্যহিক যাপনের হাহা সংসারের মলিন ভাষার আয়োজন - গতকাল রাত থেকে স্তব্ধ হয়ে আছে | ভোর এসে বিস্ময়ের চোখ মেলে চেয়ে দেখছে অর্ধদগ্ধ বিছানা ঘুম | চেয়ে দেখছে কালোরঙা বাসন, কাপড় আর ছাইভস্ম বাঁশখুঁটি বইখাতাস্বপ্নের দহন | এই ভোরে নতুন দিনের কথা কিছু লেখা নেই | এর পিছনেই এখন মিছিলে আসবে পৌরসভা, রাজনীতি , লঙর প্রতিশ্রুতি ভাঙার কাহিনি | রোদের লাইনে সানকি হাতে খাড়া থাকবে সাত, দশ , তিরিশ, সত্তর | এই ভোর জানে, ইন্দ্রপ্রস্থ যদি চাও , খান্ডবদহনও জরুরী |

No comments:

Post a Comment