অমৃতের বিপরীতে কূটকথা ছিল
এত তীব্র, এত তার ঝাঁঝ
বুক পুড়ে গেছে , তবু
তার জন্য সকল আসন |
অংশু তার সব অকরুণ
আমাকেই দিয়েছিল
পাকে পাকে বেঁধেছিল দেবতার ঘোর অবিশ্বাস |
আজো সেই পিঠে বেঁধা ছুরি
অত্যন্ত গোপনীয় দেরাজে রেখেছি
যদি চাও, অনন্য জ্যোত্স্নায়
রক্তের পুরোনো দাগ
অশ্রুমতী জলে ধুয়ে দেবো |
দুপুর আমাকে চেনে
আমি চিনি অধরের রৌদ্রমাখা বিষ
নীলকন্ঠ ফুটে আছে ;
প্রেম, তুই আমাকে চিনিস্ ?
এত তীব্র, এত তার ঝাঁঝ
বুক পুড়ে গেছে , তবু
তার জন্য সকল আসন |
অংশু তার সব অকরুণ
আমাকেই দিয়েছিল
পাকে পাকে বেঁধেছিল দেবতার ঘোর অবিশ্বাস |
আজো সেই পিঠে বেঁধা ছুরি
অত্যন্ত গোপনীয় দেরাজে রেখেছি
যদি চাও, অনন্য জ্যোত্স্নায়
রক্তের পুরোনো দাগ
অশ্রুমতী জলে ধুয়ে দেবো |
দুপুর আমাকে চেনে
আমি চিনি অধরের রৌদ্রমাখা বিষ
নীলকন্ঠ ফুটে আছে ;
প্রেম, তুই আমাকে চিনিস্ ?
No comments:
Post a Comment