এখন তো শীত করে খুব
অথচ সময় ছিল কখনো কোথাও
উষ্নতার উজ্জ্বল স্বাক্ষর
লেখা ছিল পথের দু-ধারে
সেই পথে যাওয়া আসা ছিল প্রবল প্রাণের
হূদয়ের সমূহ ঠিকানা
সেখানেই ডাকঘর খুঁজে পেয়েছিল একদিন |
যুগান্ত রচিত হয় আমাদের এইসব ফেলে আসা চিরন্তন দৃশ্যের আড়ালে অথবা আমিই প্রতিদিন গোপনে মুছেছি
আমার চলার চিহ্ন
যেরকম আকাশের স্মৃতি
মুছে দেয় মেঘের কল্পনা |
তবু তো যাত্রার পথ
এখনো বিস্তৃত এলোমেলো ডানার হাওয়ায়
তুমিও তো শুনেছ একথা
করুণ শীতের গল্প শেষ হয়ে গেলে
বসন্তের নতুন কবিতা ঠিক লেখা হবে
তোমার আমার হয়ে হয়তো বা অন্য কারো হাতে
কলমের জমে যাওয়া কালি
কেউ তো ভাসিয়ে দেবে
জীবন জীবন তোর অনন্ত উত্সবে |
অথচ সময় ছিল কখনো কোথাও
উষ্নতার উজ্জ্বল স্বাক্ষর
লেখা ছিল পথের দু-ধারে
সেই পথে যাওয়া আসা ছিল প্রবল প্রাণের
হূদয়ের সমূহ ঠিকানা
সেখানেই ডাকঘর খুঁজে পেয়েছিল একদিন |
যুগান্ত রচিত হয় আমাদের এইসব ফেলে আসা চিরন্তন দৃশ্যের আড়ালে অথবা আমিই প্রতিদিন গোপনে মুছেছি
আমার চলার চিহ্ন
যেরকম আকাশের স্মৃতি
মুছে দেয় মেঘের কল্পনা |
তবু তো যাত্রার পথ
এখনো বিস্তৃত এলোমেলো ডানার হাওয়ায়
তুমিও তো শুনেছ একথা
করুণ শীতের গল্প শেষ হয়ে গেলে
বসন্তের নতুন কবিতা ঠিক লেখা হবে
তোমার আমার হয়ে হয়তো বা অন্য কারো হাতে
কলমের জমে যাওয়া কালি
কেউ তো ভাসিয়ে দেবে
জীবন জীবন তোর অনন্ত উত্সবে |
No comments:
Post a Comment