Monday, 18 March 2013

ফেরা

অনিঃশেষ অনিঃশেষ তুমি কবে ফিরে আসবে বলো
মায়ারাত্রি চলে গেছে অনিদ্র চারণে
স্বপ্নের গভীর থেকে নীল ঢেউ তোমাকে ডেকেছে
তুমি তো জানোনি কিছু ; জনিতৃ সময়
ফিরে গেছে ফলবান শরীরের কাছে |
অনিঃশেষ , তুমি শোনো/ আঁকাবাঁকা পথের কাহিনি
শেষ হয়ে গেলে তবু
প্রতীক্ষাও প্রেম হয়ে ওঠে
একথা তুমিও জানবে
তুমি কবে ফিরে আসবে বলো |

No comments:

Post a Comment