মাঝে মাঝে নিজেকে শামুক বলে মনে হয়,
কতদিন ধরে তোমার কাছে পৌঁছনোর চেষ্টা করছি
অথচ এখনো তুমি ঠিক ততটাই দূরে
যতটা দূরে তোমাকে দেখেছিলাম বিস্মিত সকালে |
তবে এও ঠিক, আমি তো সর্বদা
চলতে পারি না বিশ্বাসে ;
কখনো কখনো অন্ধকার খোলসের মাঝে
লুকিয়ে পড়েছি আশাহীন বিষণ্ণ সংস্কারে
আমার পথের মসৃণতা আমাকেই খুঁজে নিতে হয়
নিজেকে উত্সৃত করে
বিপন্ন কাঁকরে |
কিন্তু আমি চলা থামাবো না
অনেকে হাসবে জানি , কেউ সামনে কেউ বা আড়ালে
কেউ বা শম্বুকগতি রটিয়ে বেড়াবে বিশ্বময়
তবু এই যাত্রার কাহিনি
তোমার কাছেই শেষ হবে একদিন ;
অনুপমা- তুমি শুধু হারিয়ে যেও না
হারিয়ে যেও না এই পৃথিবীর সূর্যোদয় থেকে |
কতদিন ধরে তোমার কাছে পৌঁছনোর চেষ্টা করছি
অথচ এখনো তুমি ঠিক ততটাই দূরে
যতটা দূরে তোমাকে দেখেছিলাম বিস্মিত সকালে |
তবে এও ঠিক, আমি তো সর্বদা
চলতে পারি না বিশ্বাসে ;
কখনো কখনো অন্ধকার খোলসের মাঝে
লুকিয়ে পড়েছি আশাহীন বিষণ্ণ সংস্কারে
আমার পথের মসৃণতা আমাকেই খুঁজে নিতে হয়
নিজেকে উত্সৃত করে
বিপন্ন কাঁকরে |
কিন্তু আমি চলা থামাবো না
অনেকে হাসবে জানি , কেউ সামনে কেউ বা আড়ালে
কেউ বা শম্বুকগতি রটিয়ে বেড়াবে বিশ্বময়
তবু এই যাত্রার কাহিনি
তোমার কাছেই শেষ হবে একদিন ;
অনুপমা- তুমি শুধু হারিয়ে যেও না
হারিয়ে যেও না এই পৃথিবীর সূর্যোদয় থেকে |
No comments:
Post a Comment