এখুনি জানাতে হবে কেন ?
সবে তো বিকাল ফিরে গেছে
এইমাত্র
যুবতী সন্ধ্যার সাথে
কি যেন গোপন কথা বলে |
শহরের লাস্যময়ী ধোঁয়াশা এখন
রঙিন আলোতে উন্মুখসদ্যকিশোরীর সলজ্জ বিস্ময়ে |
আর একটু অপেক্ষা করো,
মফঃস্বলের সীমানায়
চাঁদ থেমে যাক পুরাতন বৃক্ষের আড়ালে ;
মানুষেরা ক্লান্ত হোক কথার উল্লাসে
ক্লান্ত হোক সুখে ও সোহাগে-
তারপর কাছে আসবে তোমার ছায়াটি
আমি তার আশ্চর্য অধরে
রেখে দেব আমার কবিতা ;
একটু অপেক্ষা করো
সে সময় এখনো আসেনি |
সবে তো বিকাল ফিরে গেছে
এইমাত্র
যুবতী সন্ধ্যার সাথে
কি যেন গোপন কথা বলে |
শহরের লাস্যময়ী ধোঁয়াশা এখন
রঙিন আলোতে উন্মুখসদ্যকিশোরীর সলজ্জ বিস্ময়ে |
আর একটু অপেক্ষা করো,
মফঃস্বলের সীমানায়
চাঁদ থেমে যাক পুরাতন বৃক্ষের আড়ালে ;
মানুষেরা ক্লান্ত হোক কথার উল্লাসে
ক্লান্ত হোক সুখে ও সোহাগে-
তারপর কাছে আসবে তোমার ছায়াটি
আমি তার আশ্চর্য অধরে
রেখে দেব আমার কবিতা ;
একটু অপেক্ষা করো
সে সময় এখনো আসেনি |
No comments:
Post a Comment