Monday, 11 March 2013

দর্পণকথা


কে কোথায় ভেঙেছে জানো কি

তোমার জীবনগ্রামে ঢোকবার মুখে
স্বাগত বটের ছায়া
বয়ে নিয়ে যাবে 
সপ্তাহান্তে ঘরে ফেরা
বিরহী পুরুষ 
আর সেই অনন্য সন্ধ্যায়
বহুতলে আহুতি রেখেছে
কবির বিষাদ
তার প্রিয় নারীটিকে
ভাসিয়েছে শহুরে বাতাস
এইসব প্রতিবিম্ব ভেসে আসছে
পলিথিন ব্যাগের আড়ালে
লাল নীল টিপের পাতায়
নীলরঙা জেলপেনে
ফ্রিজের বোতলে
কাজুর প্যাকেটে আর
সেলফোনে অনন্ত সিগন্যালে

কুয়োতলা মুখ ধুচ্ছে
গন্ধলেবু গাছটির পাশে
দাওয়ার মাদুরে বসে
শ্বাস নিচ্ছে পরবাসী জীবিকার বুক
দর্পণে ছড়িয়ে যাচ্ছে
স্বস্তির স্বাদগন্ধ
কবিদের ভাঙাচোরা মুখ |

No comments:

Post a Comment