Monday, 18 March 2013

অপরিবর্তন

কতটা বদলাতে পারো ?
নীলের আকাশ আর সবুজের মাটি
মেঘের প্রেয়সী-কথা,
জলের ফোঁটায় লেখা 
সভ্যতার পায়ে পায়ে চলা-
এসব কি একলাই তোমার রচনা ?

নক্ষত্র চেয়ে থাকে,
সূর্য বলো তুমি যার নাম-
সর্বপাপঘ্ন সে কি তোমাকে বুঝেছে ?

পাঁচশো কোটি বছরের
অবশিষ্ট আয়ু
মুছে দেবে সকল বানান ;
এমন কি তোমাকেও
যাবতীয় অহংকারসহ
সে কথা ভেবেছো ?

তোমার কাগজে আজ
কলম লিখুক-
নশ্বর বিবস্বান,
নশ্বর সকল প্রণাম |

No comments:

Post a Comment