জানিনা কেমন করে
কোন্ লগ্নে কবে
সেজে উঠবে মানবের অর্ধেক আকাশ
তার প্রাপ্য রঙের গভীরে |
সভ্যতার ব্যর্থ নদীতীরে
সেইদিন সূর্যোদয় বিশুদ্ধ বর্ণময় হবে
মানুষের নিবিড় কবিতা
সেইদিন খুঁজে পাবে জরায়ুর ঘ্রাণ
ততদিন অসমাপ্ত পৃথিবীর সকল পুরাণ |
কোন্ লগ্নে কবে
সেজে উঠবে মানবের অর্ধেক আকাশ
তার প্রাপ্য রঙের গভীরে |
সভ্যতার ব্যর্থ নদীতীরে
সেইদিন সূর্যোদয় বিশুদ্ধ বর্ণময় হবে
মানুষের নিবিড় কবিতা
সেইদিন খুঁজে পাবে জরায়ুর ঘ্রাণ
ততদিন অসমাপ্ত পৃথিবীর সকল পুরাণ |
No comments:
Post a Comment