সিপিয়া কালারে উড়ছে
কাকাতুয়া , কুড়ি বছরের পার থেকে
চিয়ার্সের ছলকানো আলোয়
আমি দেখছি
গুচ্ছ গুচ্ছ প্রতিসরণের
বায়ব আগুন |
গ্রামজ বিনয়গুলি
শহরের কানাগলি দেখে
ফিরে যাচ্ছে ফ্যানটাসির
অনিবার্য জৈব যৌগে;
কলিযুগ শুয়ে আছে
রমণে ও পীড়িত বমনে |
কাকাতুয়া , কুড়ি বছরের পার থেকে
চিয়ার্সের ছলকানো আলোয়
আমি দেখছি
গুচ্ছ গুচ্ছ প্রতিসরণের
বায়ব আগুন |
গ্রামজ বিনয়গুলি
শহরের কানাগলি দেখে
ফিরে যাচ্ছে ফ্যানটাসির
অনিবার্য জৈব যৌগে;
কলিযুগ শুয়ে আছে
রমণে ও পীড়িত বমনে |
No comments:
Post a Comment