Monday 22 April 2013

যদি বলো


যদি বলো , উঠোনে দাঁড়াও
নয়নতারার ফুলে নিভে যাবে
দিনের নিঃশ্বাস |
অর্ফিয়ুস বাঁশি থেকে উঠে আসা
যাবতীয় কৌতূহলী রঙ
থেমে থাকবে রাধিকার
কদমতলায়, মুগ্ধচোখ |
ভূমধ্যসাগর থেকে বয়ে আসা
একাকী বাতাস লোনা ঘাস বুনে দেবে
অন্ত্যেবাসী স্মৃতির জমিতে |
আকাশ, তুমি যত শব্দ লুফে নাও
তার থেকে বেশি রাখে
আদরের প্রতি শস্যদানা
কৃষকের ঘামমোছা
কুয়োতলা ঘিরে জেগে থাকে
ঘরণীর ধূসর লন্ঠন |
মৃত সময়ের বুকে
কেবলই কি হাহাকার আছে ?
তার কুলুঙ্গিতে তোলা লক্ষ্মীঝাঁপি
সিঁদুর মাখানো রুপোটাকা আর
বিবর্ণ আখরে লেখা
সংকেতলিপির গুপ্তধন
এইসব তোমাদের ডেকে গেছে
কতবার, পেরুর সোনালি থেকে
নীলনদে প্রখর সূর্যের
প্রতিবিম্ব হয়ে
আমাদের শুনিয়েছে
জেরুজালেমের ইতিহাস
কারবালা কথা ছুঁয়ে
কুরুক্ষেত্রে, পাণিপথে , কারগিলে
বহমান পুঁথি |

যদি বলো, এই সব লিখে যেতে পারি আজও
রক্তের আবর্তগতিতে অবিরাম
আপাতত , উঠোনে দাঁড়িয়ে |