আমি তো অন্যরকম লিখতে পারি ,
তুমি কি বুঝবে সেটা ? এতই সোজা ?
দরকারে দস্তানা সব লুকিয়ে রেখে
দু'হাতে গলিয়ে নেব রঙিন মোজা |
এতদিন যা বুঝেছি কাব্য পড়ে
সবই তো হজম করে ফেলছি দেখি ;
তাহলে আমার লেখাও হজম করে
পাঠকে তুলবে ঢেকুর, ঠিক হবে কি ?
তাহলে এমন লেখা লিখব কেন ?
যে লেখা দুষ্পাচ্যের মশলা ছাড়া ?
শব্দে তাই তো খোঁচার বঁড়শি আঁটা
যাতে লোক বলবে 'আহা, কি ইশারা |'
বলবে, কিন্তু মনে জানবে ঠিকই
এ লেখা চাঁদির ওপর দিচ্ছে গুঁতো-
এই মাছ খেলিয়ে তুলে তবেই না সুখ ?
তাই তো যাচ্ছি ছেড়ে কথার সুতো |
যদি না বুঝতে পারো আমার স্টাইল
তাহলে বছর কুড়ি পিছিয়ে গেলে ;
পড়াটা আধুনিকে না রাখলে ভাই
কবিতার বোধ কখনো মাগনা মেলে ?
তুমি কি বুঝবে সেটা ? এতই সোজা ?
দরকারে দস্তানা সব লুকিয়ে রেখে
দু'হাতে গলিয়ে নেব রঙিন মোজা |
এতদিন যা বুঝেছি কাব্য পড়ে
সবই তো হজম করে ফেলছি দেখি ;
তাহলে আমার লেখাও হজম করে
পাঠকে তুলবে ঢেকুর, ঠিক হবে কি ?
তাহলে এমন লেখা লিখব কেন ?
যে লেখা দুষ্পাচ্যের মশলা ছাড়া ?
শব্দে তাই তো খোঁচার বঁড়শি আঁটা
যাতে লোক বলবে 'আহা, কি ইশারা |'
বলবে, কিন্তু মনে জানবে ঠিকই
এ লেখা চাঁদির ওপর দিচ্ছে গুঁতো-
এই মাছ খেলিয়ে তুলে তবেই না সুখ ?
তাই তো যাচ্ছি ছেড়ে কথার সুতো |
যদি না বুঝতে পারো আমার স্টাইল
তাহলে বছর কুড়ি পিছিয়ে গেলে ;
পড়াটা আধুনিকে না রাখলে ভাই
কবিতার বোধ কখনো মাগনা মেলে ?
No comments:
Post a Comment