কবেই আমি ছেড়েছি ঘরবাড়ি
কবেই আমি পেরিয়ে গেছি সাঁকো,
নদীর জলে ঝুঁকেছে একা বট
তার ছায়াটি গোপন ঘরে রাখো |
চলেছি দিন চলেছি রাত এঁকে
পায়ের নীচে রক্তবীজ হাসে,
সহজ মন প্রবাসে কতদিনচোখের দেখা নীরব সন্ন্যাসে |
ব্যথাকে তুমি ভেবেছো প্রতারণা
ক্ষতকে তুমি বুঝেছো নিরাময়,
চলা তো শুধু কুড়িয়ে নিতে নুড়ি
নুড়ির বুকে জলও কথা কয় |
সঘন কথা শুনেছি লতাফুল
আমাকে আমি তেমন জানিনা তো
তুমিও হাতে আনোনি সন্ধান
আলোও তাই আঁধারে সম্বৃত |
সামনে রাত , তারও পরে ভূমি
ভূমির গান আমাকে দূরে ডাকে
তোমার ঘর ছেড়েছি সেই কবে
জানিনা ঠিক খুঁজেছি কবে কাকে |
কবেই আমি পেরিয়ে গেছি সাঁকো,
নদীর জলে ঝুঁকেছে একা বট
তার ছায়াটি গোপন ঘরে রাখো |
চলেছি দিন চলেছি রাত এঁকে
পায়ের নীচে রক্তবীজ হাসে,
সহজ মন প্রবাসে কতদিনচোখের দেখা নীরব সন্ন্যাসে |
ব্যথাকে তুমি ভেবেছো প্রতারণা
ক্ষতকে তুমি বুঝেছো নিরাময়,
চলা তো শুধু কুড়িয়ে নিতে নুড়ি
নুড়ির বুকে জলও কথা কয় |
সঘন কথা শুনেছি লতাফুল
আমাকে আমি তেমন জানিনা তো
তুমিও হাতে আনোনি সন্ধান
আলোও তাই আঁধারে সম্বৃত |
সামনে রাত , তারও পরে ভূমি
ভূমির গান আমাকে দূরে ডাকে
তোমার ঘর ছেড়েছি সেই কবে
জানিনা ঠিক খুঁজেছি কবে কাকে |
No comments:
Post a Comment