আজ কিছু অন্যরূপ-
তাড়া থাকছে সাইডলেন থেকে
তোমার সকল শব্দ
এমন কি আর্তনাদ
ফেঁসে গেছে ট্র্যাফিকে করুণ ;
লালে, হলুদে , সবুজে
কোনো ম্যাও, ঘেউ, চিঁহি বা হালুম
এই জট খুলিতে অক্ষম
তোমাদের পুঁজি
মানে ঐ প্রেমঘুঁজি
সাঁতরাচ্ছে হ্যালোজেনে
লাইমলাইটে , দিশেহারা
চুমু চুমু সন্ধেগুলো স্পেসিফিক হ'তে হ'তে
ধুয়ে গেল অনন্ত ড্রেনেজে
স্থিতিতে মজিল মন
তুমি খেলছো শহরের লেজে |
তাড়া থাকছে সাইডলেন থেকে
তোমার সকল শব্দ
এমন কি আর্তনাদ
ফেঁসে গেছে ট্র্যাফিকে করুণ ;
লালে, হলুদে , সবুজে
কোনো ম্যাও, ঘেউ, চিঁহি বা হালুম
এই জট খুলিতে অক্ষম
তোমাদের পুঁজি
মানে ঐ প্রেমঘুঁজি
সাঁতরাচ্ছে হ্যালোজেনে
লাইমলাইটে , দিশেহারা
চুমু চুমু সন্ধেগুলো স্পেসিফিক হ'তে হ'তে
ধুয়ে গেল অনন্ত ড্রেনেজে
স্থিতিতে মজিল মন
তুমি খেলছো শহরের লেজে |
No comments:
Post a Comment