আমি তো জানিই
কিছু পরে ছিটকে যাব কক্ষপথ থেকে
পড়ে থাকবে অবান্তর রঙিন পেনসিল
পড়ে থাকবে কদম বিলাস, এলোমেলো রান্নাঘর
মতিচ্ছন্ন হাওয়া |
একবার আকাল ছুঁয়েছে
প্রাচীরপত্রের অনুমতি
ভেসে গেছে সাহসী ভেলার ইতিহাস
উঁকি দিয়ে দেখে নেব
তোমাদের গোলাঘরে অপর্যাপ্ত ফসল উঠেছে
নৌকা ডেকেছে গঞ্জের নতুন বধূটি
অবিরত জিরে হলুদের
ক্লান্ত গান
আমাকেও একদিন অমিশ্র কবিতা দিয়েছিল |
শেষ আবর্তনে জাগছে
ঘূর্ণিমেঘ রক্তচঞ্চু প্রবালখঞ্জর
কক্ষপথ, ছিটকে যাচ্ছি
আমাকে অতন্দ্র যাত্রা দাও ||
অবিরত জিরে হলুদের
ReplyDeleteক্লান্ত গান
আমাকেও একদিন অমিশ্র কবিতা দিয়েছিল ---অতি সুন্দর অনুভূতি, ভালোলাগা শীর্ষবিন্দু...