আমাকে প্রস্তুতি দাও-
দীর্ঘফণা রৌদ্র থেকে উড়ে আসবে
মায়াবিনী কাজলের ছায়া
রুদন্ত দুপুরগুলি রুদ্ধশ্বাস ছায়ার গভীরে
অনিবার্য লীন হয়ে যাবে
যতবার এই দৃষ্টি
উত্কীর্ণ রেখেছি ওরে
পানপাত্র গোলাপি নেশায়
ততদূরে সরে গেছে
ইপিকাকে হলুদ চাঁদের
তীক্ষ্ণদন্ত ছোবল নেমেছে |
এই ক্লিন্ন সময়ের ঘ্রাণ
শোণিতের বিষাদে বিভ্রমে
ক্রমাগত টেনে নিতে নিতে
একদিন আমিও কখনো
অযাচিত ভেসে যাব
সূচীমুখ শলাকার মতো
তোমাদের প্রেমহীন অসুখের দিকে |
দীর্ঘফণা রৌদ্র থেকে উড়ে আসবে
মায়াবিনী কাজলের ছায়া
রুদন্ত দুপুরগুলি রুদ্ধশ্বাস ছায়ার গভীরে
অনিবার্য লীন হয়ে যাবে
যতবার এই দৃষ্টি
উত্কীর্ণ রেখেছি ওরে
পানপাত্র গোলাপি নেশায়
ততদূরে সরে গেছে
ইপিকাকে হলুদ চাঁদের
তীক্ষ্ণদন্ত ছোবল নেমেছে |
এই ক্লিন্ন সময়ের ঘ্রাণ
শোণিতের বিষাদে বিভ্রমে
ক্রমাগত টেনে নিতে নিতে
একদিন আমিও কখনো
অযাচিত ভেসে যাব
সূচীমুখ শলাকার মতো
তোমাদের প্রেমহীন অসুখের দিকে |
valo laga janalam dada
ReplyDelete